ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

আন্দোলনে ব্যর্থ হলে ভোটে ব্যর্থ হবেন : কাদের

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার

কেউ যদি আন্দোলনে ব্যর্থ হয়, তাহলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালীর পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এ দেশে বিরোধী দল যদি আন্দোলনে বিজয়ী হতে না পারেন, তাহলে পরবর্তী নির্বাচনেও তারা বিজয়ী হতে পারেন না। এটাই আমাদের দেশে হয়ে আসছে।

সহায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের সংবিধানে যা আছে সেই ভাবেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়।

এ সময় চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম, লুৎফুন্নেসা বেগম, দলের কেন্দ্রীয় নেতা আফজাল হোসেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়াসহ সড়ক ও জনপথ বিভাগ এবং চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর/ডব্লিউএন