‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন-২০১৬’ প্রণয়নে জ্ঞানহীন মন্তব্যের প্রবণতা কমেছে
প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২৩ মার্চ ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ২৩ মার্চ ২০১৬ বুধবার
‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকরণ অপরাধ আইন-২০১৬’ প্রণয়নের উদ্যোগ নেয়ার সাথে সাথেই, অনেকের মুক্তিযুদ্ধ নিয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করার প্রবণতা কমেছে।
রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের পর আইনমন্ত্রী আনিসুল হক এ’ কথা বলেন। সেসময় তিনি আইনের খসড়ায়, সাজার যে পরিমান নির্ধারণ আছে, তার সর্বনিম্ন ও সর্বোচ্চ নির্দেশনা থাকলে ভালো হয় বলে জানান। বর্তমানে, এই আইনের খসড়ায় ৫ বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে।