ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি ডিনের মৃত্যু

প্রকাশিত : ১০:১২ এএম, ২৯ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২৭ পিএম, ২৯ জুলাই ২০১৭ শনিবার

পাবনায় সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন  অন্তত পাঁচ বাসযাত্রী।

শুক্রবার রাত ২টার দিকে জেলার বেড়া উপজেলার চাকলা ছোন্দহ সেতুর কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।  

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ঢাকা থেকে সরকার ট্রাভেলসের একটি বাসে করে পাবনায় যাচ্ছিলেন রাশেদ কবির। বেড়া উপজেলার চাকলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি সেতুর নিচে খাদে পড়ে যায়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, চালকের সহকারী ও সুপারভাইজার।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বেড়া থানায় ছুটে যান নিহত রাশেদ কবিরের স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষকরা। তাঁর মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

//আর//এআর