রবি-এয়ারটেল একীভূতকরণের লাইসেন্স হস্তান্তর আজ
প্রকাশিত : ০২:৩৭ পিএম, ২৯ জুলাই ২০১৭ শনিবার
মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূত প্রতিষ্ঠান হিসেবে গত বছরের নভেম্বরে কার্যক্রম শুরু করলেও ভ্যাট প্রদান-সংক্রান্ত জটিলতায় আটকে ছিল মার্জার লাইসেন্স প্রদান। জটিলতা শেষে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
একীভূতকরণে তরঙ্গ সমন্বয় ও একীভূতকরণ ফি নির্ধারণ করা হয় ৪২৭ কোটি টাকা। এর মধ্যে একীভূত কার্যক্রম বাবদ ফি ১০০ কোটি টাকা ও তরঙ্গ সমন্বয় বাবদ ৩০৭ কোটি টাকা। আর বাকি অর্থ ভ্যাট ও ট্যাক্স বাবদ ধরা হয়।
গত বছরের ২০ নভেম্বর ৩১৮ কোটি ৫২ লাখ টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি। বাকি অর্থ সম্প্রতি অর্থ পরিশোধের শর্তে লাইসেন্স প্রদানের জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করে রবি আজিয়াটা। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে একীভূতকরণের লাইসেন্স দিতে সম্মত হয় বিটিআরসি।
//আর//এআর