ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

এবার রফতানির লক্ষ্যমাত্রা সাড়ে ৩৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ৩০ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৫:৪১ পিএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার

চলতি অর্থবছরে পণ্য রপ্তানি করে ৩ হাজার ৭৫০ কোটি (৩৭ দশমিক ৫ বিলিয়ন) ডলার আয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে সরকার। আগের অর্থবছরে যা ছিল ৩ হাজার ৭০০ কোটি (৩৭ বিলিয়ন) ডলার। সেই হিসেবে এবার এই লক্ষ্যমাত্রা বেড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ।

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক শিল্প খাত থেকে এবার ৩ হাজার ১৬০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা মোট রপ্তানি লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ।

সংশ্লিষ্টদের উপস্থিতে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ২০১৭-১৮ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেন।

তিনি বলেন, আশা করি আমরা এই টার্গেটে পৌঁছাতে পারব।

গত অর্থ বছরে ৩৪ দশমিক ৮৩৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

সেবাখাতে ৩ হাজার ৫০০ কোটি ডলার নিয়ে চলতি অর্থবছরের জন্য ৪১ হাজার কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তোফায়েল আহমেদ।

ডব্লিউএন