ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বগুড়ায় মা-মেয়েকে নির্যাতন : ৩ আসামির ৩ দিনের রিমান্ড

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ৩০ জুলাই ২০১৭ রবিবার | আপডেট: ০৫:৫০ পিএম, ৩০ জুলাই ২০১৭ রবিবার

বগুড়ায় ‘ধর্ষণের শিকার’ সদ্য এসএসসি পাস করা এক ছাত্রী ও তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় তুফান সরকারসহ তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার (২৮), কসাইপাড়ার দুলু আকন্দের ছেলে আলী আজম দিপু (২৫) ও কালিতলার জহুরুল হকের ছেলে রুপম (২৪)।

পুলিশ হেফাজতে থাকা অন্য আসামি সোনারপাড়ার মোখলেসার রহমানের ছেলে আতিক (২৫) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি।

এদিকে ধর্ষণের এ ঘটনায় শ্রমিক লীগ থেকে তুফান সরকারকে বহিষ্কার করেছে বগুড়া জেলা শ্রমিক লীগ।

জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী সকালে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে মা ও মেয়েকে দেখতে যান। সেখানে তিনি বলেন, এখন থেকে তাদের দুইজনের চিকিৎসা ব্যয়সহ ছাত্রীর লেখাপড়ার খরচ সরকার বহন করবে। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তুফান সরকারকে শহর শ্রমিক লীগের আহ্বায়ক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, এ বছর এসএসসি পাশ করা ওই কিশোরীকে ভালো কলেজে ভর্তি করানোর প্রলোভন দেখিয়ে ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করে তুফান। এ কাজে তাকে সহায়তা করেন তার কয়েকজন সহযোগী।

বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ বেশ কয়েকজন শুক্রবার দুপুরে ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেন।

 

আর/ডব্লিউএন