ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

হ্যাকিংয়ের দায়ে চীনা নাগরিকের ৫ বছর সাজা

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১২:৩৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

মার্কিস সামরিক তথ্য হ্যাকিংয়ের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন চীনের এক নাগরিক। তাকে ৫ বছরের সাজা ও আড়াই লাখ ডলার জরিমানা করছে আদালত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, চীনের একটি গ্র“পের সঙ্গে যুক্ত হয়ে সু বিন নামে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম থেকে সামরিক তথ্য হ্যাক করে।  ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত ক্যানাডায় বসেই মার্কিন যুদ্ধ ও কার্গো বিমানসহ বিভিন্ন অস্ত্র সম্পর্কে তথ্য হ্যাক করে ওই ব্যক্তি। যা পরবর্তীতে চীনে পাচার করা হয় বলে অভিযোগ উঠে। ২০১৪ সালে তাকে কানাডা থেকে গ্রেফতার করা হয়। চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তথ্য হ্যাকিংয়ের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।