ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গাজীপুরে গুলিতে সাবেক এমপিপুত্র নিহত

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার

গাজীপুরের কালীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে সাবেক সংসদ সদস্যের ছেলে হাবীবুর রহমান ফয়সাল মিয়া নিহত হয়েছেনরোববার রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ভাদগাতী গ্রামে হত্যাকাণ্ড ঘটে।

হাবীবুর প্রয়াত সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রিমন নামে এক ‘সন্ত্রাসীর গুলিতে’ ফয়সাল (২৬) মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিন আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে রিমনের বাড়ি সংলগ্ন একটি নির্জন স্থানে গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে তারা ছুটে গিয়ে রিমনকে দৌড়ে পালিয়ে যেতে এবং ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

পৌর যুবলীগের সভাপতি বাদল হোসেন গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন খুনি রিমন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।

ফয়সালের বাবা মোখলেছুর রহমান জিতু মিয়া ১৯৭৩ সালে কালীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, ১৯৭৯ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের আমলেও ১৯৮৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

//আর//এআর