ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

রাজধানীতে বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা ছিনতাই পরিকল্পিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৫:৫৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

রাজধানীতে বিকাশ এজেন্টদের  কাছ থেকে বারবার টাকা ছিনতাই পরিকল্পিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কমিশনার বলেন, যেকোন সময়ের তুলনায় রাজধানীতে এখন ছিনতাইয়ের সংখ্যা কমেছে। আর অর্থ বহনের ক্ষেত্রেও পুলিশের বিশেষ সেবা কার্যক্রমও চলমান রয়েছে। আর রাজধানীতে অপরাধ নিমূলে জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান ডিএমপি কমিশনার। সেসময় মার্কেন্টাইন ব্যাংকের অর্থায়নে কেনা একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।