ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নেইমার পিএসজিতে গেলে খুশি রিয়াল অধিনায়ক

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার | আপডেট: ০৯:০৫ পিএম, ১ আগস্ট ২০১৭ মঙ্গলবার

নেইমারের পিএসজিতে যাওয়ার গুঞ্জন দিনে দিনে বেড়েই চলেছে। ফ্রান্সের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে পিএসজি ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করতে প্রস্তুত। ব্যক্তিগত বিষয়গুলোতে পিএসজির সঙ্গে এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছেন নেইমার।

নেইমারের পিএসজিতে যাওয়ার গুঞ্জন সত্যি হলে বেশ খুশি হবেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।

রামোসের মতে, নেইমার বার্সেলোনা ছাড়লে রিয়ালের সমস্যা কমবে। যুক্তরাষ্ট্রের মাটিতে ‘ক্লাসিকো’ শেষে নেইমারের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে রামোস বলেন, সবাই তাদের নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে স্বাধীন। আশা করি, সে চলে যাবে। এটা আমাদের জন্য কম সমস্যার হবে।

ম্যাচ শেষে নেইমারের সঙ্গে জার্সি বদল করেন রামোস। তার আশা, বার্সেলোনার নেইমারের সঙ্গে হয়ত এটাই তার শেষ জার্সি বদল।

 

আর/ডব্লিউএন