চটের ব্যাগ ব্যবহারের কারণে বেড়েছে চালের দাম
প্রকাশিত : ০৯:১৩ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০২:২৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার
চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় না করেই চটের ব্যাগ ব্যবহারে বাধ্যবাধকতার কারণে কিছুটা বেড়েছে চালের দাম। এই সুযোগে ভারতীয় চাল বাজার দখলের আশঙ্কা মিল মালিকদের। এরিমধ্যে বন্ধও হয়েছে অনেক চাল কল। মন্ত্রী বলছেন, কৃত্রিম সঙ্কট শিগগিরই কেটে যাবে। তবে সংশ্লিস্টরা জানিয়েছেন, শুধু চাল মালিকদের প্রতিদিন ২০ লাখ চটের ব্যাগ দরকার হলেও বাজারে আছে ১০ লাখের মতো।
দেশের একমাত্র মিনিকেট চালের বাজার কুষ্টিয়ার খাজানগর। প্রতিদিন চালের যে চাহিদা রয়েছে তার অনেকটাই পূরণ হয় বৃহত্তম এই মোকাম থেকে।
একপ্রান্ত দিয়ে ধান দিলে তা সিদ্ধ হবার পর স্বয়ংক্রিয়ভাবে বস্তাবন্দি হয় এখানকার অটো রাইস মিলগুলোতে। সম্প্রতি চালের জন্য চটের ব্যাগের ব্যবহার শতভাগ নিশ্চিত করায় বিপাকে চাতাল মালিকেরা। কারণ যে পরিমান বস্তা প্রতিদিন প্রয়োজন, তার অর্ধেক পাওয়া যাচ্ছে বাজারে।
চাতাল মালিকদের অভিযোগ, ব্যাগ সরবরাহ না করে নিয়ম মানাতে বাধ্য করায় এখন ঋণগ্রস্ত তারা। শিগগিরই এর প্রভাব চালের খুচরা বাজারেও পড়বে বলে আংশকা তাদের।
অবশ্য মন্ত্রণালয় বলছে, সমস্যা সমাধানে কাজ করছে বিজিএমসি। শুধুমাত্র চালের বার ক্ষেত্রে শতভাগের বদলে ৫০ শতাংশ ওভেন ব্যাগ ব্যবহারের দাবি ব্যবসায়ী নেতাদের।