ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

তোফা ও তহুরাকে আলাদা করতে অস্ত্রোপচার চলছে

প্রকাশিত : ০১:১১ পিএম, ১ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৯:৪৩ পিএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার

জোড়া শিশু তোফা তহুরাকে অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার সকালে। শিশু দুটির মাথা, হাত পা, সব আলাদা থাকলেও পায়ুপথ একটি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল গণমাধ্যমকে বলেন, সকাল ৯ টার দিকে অস্ত্রোপচারের জন্য তাদের অজ্ঞান করা হয়েছে। খুব কম সময়ের মধ্যেই তাদের অস্ত্রোপচার শুরু করা হবে। ছয় ঘণ্টার মত সময় লাগতে পারে অস্ত্রোপচার সম্পন্ন হতে।

এই অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাইলে তিনি বলেন, মৃত্যুর আশংকা করা হচ্ছে না। তবে যেহেতু নিচের দিকে মেরুদণ্ড লাগানো সেক্ষেত্রে খুব জটিল অপারেশন। তবে আমরা আশাবাদী, অস্ত্রোপচার সফল হলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবন যাপন সম্ভব।

তোফা ও তহুরার এই‌ শারীরিক অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় `পাইগোপেগাস। দেশের ইতিহাসে `পাইগোপেগাস` শিশু আলাদা করার ঘটনা এই প্রথম।এর আগে আলাদা করার ঘটনা থাকলেও ধরন ছিল ভিন্ন।

 

//আর//এআর