টেস্ট খেলার স্বাদ পেতে যাচ্ছে আফগানিস্তান
প্রকাশিত : ০১:২৩ পিএম, ১ আগস্ট ২০১৭ মঙ্গলবার
প্রথমবারের মতো টেস্ট খেলার স্বাদ পেতে যাচ্ছে আফগানিস্তান। এ বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এর আগে গত জুনে আইসিসির টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। নিজ দেশে ক্রিকেট ম্যাচ আয়োজনের করার মতো পরিস্থিতি নেই আফগানিস্তানের। ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এ সিরিজ। এ সিরিজে একটি টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই বা তিন টি-টোয়েন্টির হবে। আফগানিস্তানের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। খবর: ক্রিকইনফো।
//আর//এআর