ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মালিক-হাফিজ-আকমলের জায়গা নেই পাকিস্তান দলে!

প্রকাশিত : ০৯:০২ পিএম, ১ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০২:৪১ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার

কয়েকদিন আগেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে পাকিস্তান। দেশটির তরুণ ক্রিকেটাররা দারুণভাবে তাদের পেশাদারিত্বের প্রমাণ দিয়ে যাচ্ছেন। তাই তরুণ তুর্কি দলটিই পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ জাহিদ।

সাবেক এই ক্রিকেটার মনে করেন, তরুণ ক্রিকেটারদেরকে বেশি সুযোগ করে দেওয়া উচিত। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও উমর আকমলের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন ভাববার সময় এসেছে বলেও মনে করছেন তিনি।

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে লেখা এক নিবন্ধে দেশটির সাবেক এই পেসার আরও বলেন, আমি সব সময়ই বলে এসেছি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ফর্ম এতই বাজে যে, পাকিস্তান দলে তার থাকার কোনো অর্থ আমি খুঁজে পাই না। ভবিষ্যতে তারা দলে সুযোগ পাবে বলেও আমার মনে হয় না। কেবল ব্যাটসম্যান হিসেবে তাদের খেলানো উচিত নয়। দেশে তাদের চেয়ে আরো প্রতিভাবান ক্রিকেটার রয়েছে।

উমর আকমল প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, আগে উমর আকমল দলে না থাকলে আমার খারাপ লাগত। সে বয়সে সে তরুণ ছিলো। তবে আমি জানি আরও কয়েকদিন সে ক্রিকেট খেলবে। তাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে এবার বাকিদের সুযোগ দেওয়া প্রয়োজন।

 

আরকে/টিকে