ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বিরল রোগ ‘করিয়া’য় ভুগছে বরগুনার ৪ ভাই

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৯:৪২ পিএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার

করিয়া নামে বিরল রোগে ভুগছে বরগুনার চার ভাই। বংশানুক্রমিক দুরারোগ্য একই রোগে মারা গেছেন তাদের বাবা-দাদাও। এখন মৃত্যুর সাথে লড়ছেন চার ভাই। স্থানীয় চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসা দিতে পারলে কিছুটা সুস্থ করা সম্ভব রোগীদের। কিন্তু পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় অর্থভাবে চলছেনা চিকিৎসা।
এক সময় ঢাকায় প্রাইভেট কার চালিয়ে রোজগার করতেন বরগুনা সদরের লবনগোলা গ্রামের মিজানুর। কিন্তু জিনগত দুরারোগ্য ব্যাধি করিয়ায় আক্রান্ত হয়ে এখন পুরোপুরি অচল ।
শুধু মিজানুরই না, একই রোগে আক্রান্ত তার তিন ভাই। মেডিকেলের ভাষায় করিয়া নামে জিনগত এই রোগটি ছেলে সন্তানদের মধ্যে দেখা দেয় ১৫ থেকে ২০ বছর বয়সে। আস্তে আস্তে পুরো শরীর নিস্তেজ হয়ে যায়। ৪০ থেকে ৫০ বছরের মধ্যে এর পরিণতি মৃত্যু। একই রোগে আক্রান্ত হয়ে মারা  গেছেন মিজানুরের বাবা ও দাদা।
চোখের সামনে ছেলেদের এমন পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না বৃদ্ধ মা।
তবে উন্নত চিকিৎসা দেয়া গেলে রোগীদের পুরোপুরি সুস্থ করা না গেলেও বেশীদিন বাঁচিয়ে রাখা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসক।   
অসহায় পরিবারটির সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।