ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আন্তর্জাতিকমানের জাদুঘরে উন্নীত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৮ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার

আন্তর্জাতিকমানের জাদুঘরে উন্নীত হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। রাজধানীর সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে আগারগাঁওয়ের নিজস্ব বাড়িতে স্থানান্তরের প্রস্তুতি চলছে জোরেসোরে। এরই মধ্যে  প্রায় ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। ১০০ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ জাদুঘর। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থা ও ভবন ব্যবস্থাপনাও হবে আন্তর্জাতিক মানের। museamদুর্লভ এসব সংরক্ষণ যেমন অমূল্য সম্পদ, তেমনি জাতির গৌরবের ইতিহাস। বাঙালির স্বাধীনতা ও মুক্তির ইতিহাসের এসব নিদর্শন সর্বকালের সেরা। সেগুনবাগিচার এই ভাড়াবাড়িতে  মুক্তিযুদ্ধ জাদুঘরে এসব নিদর্শন সংরক্ষণ করা হয় ১৯৯৬ সালে। কিন্তু জায়গা সংকুলান না হওয়ায় হাজার হাজার নিদর্শন দর্শকদের সামনে প্রদর্শন করা যাচ্ছে না। তাই এবার বড় পরিসরে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আরো ৩০ গুণ বড় গ্যালারিতে প্রদর্শিত হবে এসব নিদর্শন। সে লক্ষ্যে আগারগাঁওয়ে প্রায় আড়াই বিঘা জমির উপর নির্মাণ করা হচ্ছে মুক্তিযুদ্ধের এই সংগ্রহশালা। এরই মধ্যে যার নির্মাণ কাজ শেষের পথে। চলছে কেবল গ্যালারি সাজানোর কাজ। ২০১১ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনে চারটি স্থায়ী ও অস্থায়ী গ্যালারি , রিসার্চ ইন্সটিটিউটসহ থাকবে আর্কাইভ ও মিলনায়তন। যার বেশিরভাগ অর্থই এসেছে সাধারণ মানুষের কাছ থেকে। যাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বললেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে প্রেরণা যোগাবে। দেরিতে হলেও মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা স্মৃতিচিহ্নগুলোকে সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের এই উদ্যোগ বাঙালির সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটাবে বলে মনে করেন সংশ্লিস্টরা।