ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

নেইমারের বার্সা ছাড়ার অনুমতি মিলেছে

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৯:১৪ পিএম, ৩ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার

অবশেষে পিএসজির আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা নেইমারকে পাওয়ার আশা পূরণ হলো। নেইমারও পেয়েছে বার্সেলোনার সবুজ সংকেত। খবর বিবিসির।

অনেক দিন ধরে জোরালো গুঞ্জন চলছে, ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পেতে তার বাই আউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিতে প্রস্তুত পিএসজি।

বুধবার দলের অনুশীলনের সময় সতীর্থদের নেইমার জানান, তিনি বার্সেলোনা ছাড়তে চান।এরপর কোচ এরনেস্তো ভালভেরদে এই খেলোয়াড়কে অনুশীলন না করে তার ‘ভবিষ্যৎ নির্ধারণের’ অনুমতি দেন।

২০১৩ সালে সান্তোস থেকে আসা নেইমার প্রতিযোগিতামূলক ফুটবলে বার্সেলোনার হয়ে একশর বেশি গোল করেছেন। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেন তিনি।

ক্লাবটির হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট আটটি শিরোপা জিতেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পিছনে থেকে তৃতীয় হন তিনি।

//আর//এআর