ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

তোফা-তহুরার নানার বাড়িতে আনন্দের বন্যা

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ২ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৫:৩৬ পিএম, ৩ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার

কোমরে জোড়া লাগানো জমজ শিশু তৌফা ও তহুরার নানার বাড়ি গাইবান্ধাতে আনন্দের বন্যা বইছে। এই দুই শিশুর নানা বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে। সেই সঙ্গে ওই গ্রামের অন্যরাও আনন্দিত। শিশু দুটির খোঁজ নেয়ার জন্য অনেকে বারবার আসছেন ওই বাড়িতে।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে কেউ নেই। নানা সহিদুল ইসলাম ঢাকায় তৌফা ও তহুরার সঙ্গে। আর নানি সখিনা বেগম বাড়ির বাইরে।

তৌফা ও তহুরাকে আলাদা করা হয়েছে এ খবর নানি সখিনা বেগম মুঠোফোনে শুনেছেন, কিন্তু অপারেশনের পর চোখে দেখেননি তার আদরের নাতনিদের।

সখিনা বেগম গণমাধ্যমকে বলেন, নাতনীদের দেখার জন্য মনটা আনচান করছিল। অনেক দূরে গিয়েছিলাম টিভিতে ছবি দেখার জন্য, কিন্তু গিয়েও দেখতে পাইনি। আমার দুই নাতনিকে অপারেশন করে আলাদা করা হয়েছে। এ খবর শুনে আমরা সবাই খুব খুশি হয়েছি।

তিনি আরও বলেন, তৌফা ও তহুরার খবর নিতে আশপাশের মানুষ আসছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। আমি সবসময় চাই ওরা যেন ভালো থাকে।

তৌফা ও তহুরার মামী মর্জিনা বেগম বলেন, খবরটি শুনে ভালো লাগছে। ওরা দুইজন এখন শান্তিতে থাকবে। আগে তৌফা ও তহুরাকে দেখভাল করতে অনেক কষ্ট হয়েছে। ওরাও খুব কষ্ট পেয়েছে। এখন ওরা ভালো থাকবে। আগে ওদের গোসল করাতে তিন থেকে চারজন মানুষ লাগতো।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া গ্রামে কোমরে জোড়া লাগানো অবস্থায় নানার বাড়িতে জন্ম হয় তৌফা ও তহুরার।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দল বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়েছে।

কেআই/টিকে