ফের একসঙ্গে জাহিদ হাসান-বাঁধন
প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ৩ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১২ পিএম, ৩ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার
আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে তরুণ নাট্যনির্মাতা মাসুদ করিম সুজন নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘ফোকলা বাবু’।
এ নাটকে ফোকলা বাবুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। তার বিপরীতে তার স্ত্রী’র ভ‚মিকায়য় অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
চলতি সপ্তাহেই রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান নির্মাতা সুজন। নাটকটি রচনা করেছেন মানস পাল। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে বাঁধন তার অভিনীত দ্বিতীয় নাটকেই জাহিদ হাসানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান।
হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নাট্যকার হামিদ সাহেবের একদিন’ নাটকে জাহিদ হাসান ও বাঁধন একসঙ্গে প্রথম অভিনয় করেন। এরপর তারা দু’জন ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করেছেন। তবে জাহিদ হাসানকে এবারই প্রথম ফোকলা বাবু চরিত্রে দেখা যাবে ‘ফোকলা বাবু’ নাটকে। চরিত্রানুযায়ী নাটকটিতে জাহিদ হাসান যথেষ্ট মনোযোগ দিয়ে অভিনয় করেছেন বলে জানান নির্মাতা মাসুদ করিম সুজন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘যেহেতু নাটকে আমার চরিত্রটিতে দাঁতের বিষয় আছে, সে কারণে আলাদা ভাবে দাঁতের ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হয়েছে অভিনয়ের সময়। আমি সবসময়ই একটু ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করি। সেই সাথে এই ধরনের ভিন্ন চরিত্রে কাজ করতে নিজের ভেতর প্রতিনিয়তই এক ধরনের চ্যালেঞ্জ কাজ করে। তাই কাজটি করে বেশ ভালো লেগেছে।’
বাঁধনের অভিনয় সম্পর্কে তিনি বলেন, আমার স্ত্রীর ভ‚মিকায় বাঁধন খুব চমৎকার অভিনয় করেছে। দেখতে দেখতে চোখের সামনে বাঁধন অভিনয়ে নিজেকে বেশ পরিপক্ক করে তুলেছে। ’
বাঁধন বলেন, ‘জাহিদ ভাই সত্যিই অনেক বড় মাপের অভিনেতা। কিন্তু শুরু থেকেই তার কাছ থেকে অভিনয়ে এবং আনুষঙ্গিক অন্যান্য কাজে যে সহযোগিতা পেয়েছি তা ভাষায় প্রকাশের নয়। জাহিদ ভাই সহশিল্পীকে পরিবেশ খুব সহজ করে দিয়ে অভিনয়ের পরিবেশ তৈরী করে দেন। যে কারণে আপনা থেকেই অভিনয় করতে ভেতর থেকে আগ্রহ আসে।’
‘ফোকলা বাবু’ নাটকের নির্মাতা মাসুদ করিম সুজন জানান আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
এদিকে জাহিদ হাসান গেলো সপ্তাহে স্যাটেলাইট চ্যানেলে ‘এশিয়ান টিভি’তে প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।