রংপুরের নিশাত পা দিয়ে লিখে দিচ্ছেন এসএসসি পরীক্ষা
প্রকাশিত : ০৯:১৩ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার | আপডেট: ০২:২১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৬ বুধবার
দৃঢ় মনোবল আর প্রচণ্ড ইচ্ছা শক্তি এই দুইয়ের গুনেই স্বপ্ন জয়ের পথ ধরেছেন রংপুরের সাবিলা আক্তার নিশাত। শারীরিক অক্ষমতাকে পরাজিত করে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। এখন চোখে স্বপ্ন প্রকৌশলী হবার। তার উন্নত চিকিৎসায় সহায়তা চেয়েছে পরিবার।
শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনেক স্বপ্নই আলো দেখেনি নিশাতের। হাত দু'টো থেকেও নেই। কিন্তু, দু’ চোখভরা যার স্বপ্ন, তার পথ রুদ্ধ করার সাধ্যি কার ! এরসাথে যোগ হয়েছে আকাশচুম্বি ইচ্ছা। হাতের কাজ তাইতো পা দিয়েই সাড়ছেন তিনি। কষ্ট কাকে বলে, তা হয়তো নিশাতই ভালো জানেন। কিন্তু, জীবনযুদ্ধে হারলে তো চলবে না। আগের পিএসসি, জেএসসি পরীক্ষার মতো এবারের এসএসসি পরীক্ষা নিয়েও আশাবাদী তিনি।
নিশাতের প্রচন্ড মনোবল আর উৎসাহ দেখে শিক্ষকরাও এগিয়ে এসেছেন।
নিশাত তার শারীরিক অক্ষমতাকে জয় করতে ছোট থেকেই দুই পা দিয়ে লেখালেখি শুরু করে। মেয়ের প্রচন্ড উৎসাহ আর মনোবলের কারনে তাকে স্কুলে ভর্তি করে দেন তার বাবা। তবে চিকিৎসার জন্য আর্থিক সঙ্গতি না থাকায় উন্নত চিকিৎসা হচ্ছে না।
নিশাতের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানরা এগিয়ে এলে, স্বপ্ন পূরণে সহায়তা হবে, এমনটাই মনে করছেন স্বজন-শিক্ষকসহ সবাই।