ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

মেসির সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান : নেইমার

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৪ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ০৪:৪১ পিএম, ৪ আগস্ট ২০১৭ শুক্রবার

প্যারিস সেন্ট জার্মেইয়ের ২২২ মিলিয়ন ইউরো ফিরিয়ে দিয়ে নেইমারের দলবদল নিয়ে কিছুটা উত্তেজনা ফিরিয়ে এনেছিল স্প্যানিশ লিগ কমিটি তবে শেষের এই নাটকটা আর ভাল জমল না, আটকানো গেল না নেইমারকে। নিজের ইচ্ছাতেই তিনি পিএসজিতে গেলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলেই বার্সেলোনাকেই পুরো রিলিজ কলজের অঙ্কটা দিয়ে এসেছে পিএসজি। কালই হয়ে গেছে নেইমারের দলবদল। সদ্য সাবেক সতীর্থদের বিদায় জানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও।

ছেলেকে পিএসজিতে নেওয়ার জন্য নাকি বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন নেইমার সিনিয়র। তবে নেইমার সব গুঞ্জন উড়িয়ে দিলেন। তাঁর দাবি বাবার ইচ্ছার বিরুদ্ধেই প্যারিসে যাচ্ছেন।

এক ভিডিও বার্তায় নেইমার নিজে ব্যাখ্যা করেছেন তাঁর বার্সা ছেড়ে যাওয়ার কারণ। তিনি নতুন চ্যালেঞ্জের খোঁজেই ছেড়ে যাচ্ছেন কাতালানদের। তবে যাওয়ার আগে মেসিদের জন্য আবেগময় বার্তায় বলেন, মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।  

নেইমার বলেন, আমার দেখা সেরা অ্যাথলেটের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে। আমি নিশ্চিত তাঁর চেয়ে ভালো আর কাউকে আমি দেখব না। লিওনেল মেসি আমার সঙ্গী ছিলেন মাঠ ও মাঠের বাইরে। তিনি ছিলেন আমার বন্ধু এবং আমি তাঁর সঙ্গে খেলতে পেরে গর্বিত। লুইস সুয়ারেজ ও তাঁর সঙ্গে ঐতিহাসিক এক জুটি গড়েছিলাম। শুধু মেসিই নন, বার্সেলোনায় খেলাটাও যে তাঁর কাছে অনেক বড় কিছু ছিল সেটাও জানিয়েছেন নেইমার।  সূত্র: রয়টার্স।

 

//আর//এআর