বিশেষ বিসিএসে ১০ হাজার চিকিৎসক নিয়োগ হবে
প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৪ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:৫৭ পিএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার
বিশেষ বিসিএসে দ্রুত সময়ের মধ্যে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে মতবিনিময়ে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পরে পর্যায়ক্রমে আরও সাত হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠ পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির শুন্য পদে প্রায় ৪০ হাজার জনকে নিয়োগের মাধ্যমে হাসপাতালগুলোতে জনবল সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দেন ।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকরা।
//আর/এআর