স্বাধীনতার ৪৫ বছর উপলক্ষে ঢাকা থিয়েটার এবং লন্ডন গ্রেআই থিয়েটার মঞ্চায়ন করতে যাচ্ছে রোমিও ও জুলিয়েট
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার
স্বাধীনতার ৪৫ বছর উপলক্ষে ঢাকা থিয়েটার এবং লন্ডন গ্রেআই থিয়েটার যৌথ ভাবে মঞ্চায়ন করতে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের প্রেমের নাটক রোমিও ও জুলিয়েট।
আগামী ২৮ ও ২৯ শে মার্চ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে শিল্পকলা একাডেমিতে প্রতিবন্ধীদের নিয়ে এই নাটক মঞ্চায়ন করা হবে। এখন চলছে নাটকের শেষ মুহুর্তের প্রশিক্ষন। নাটকের প্রযোজক নাসির উদ্দিন ইউসুফ জানালেন, গত ৪ বছর ধরে এইসব প্রতিবন্ধিদের নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। নাটকটির পারিচালনায় আছেন, লন্ডন গ্রেআই আর্টিস্টিক এর পরিচালক জেনি সিয়েলী। ১৭জন ভিন্নভাবে সক্ষম মানুষ নিয়ে চলছে রোমিও জুলিয়েট নাটকের প্রশিক্ষন। প্রতিবন্ধিদের সক্ষম ভাবে সামাজের সামনে তুলে ধরাই আসল উদ্দেশ্য বলে জানালেন এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাক্তিরা।