ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিল: রিজভী

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য আদালত অবমাননার শামিল- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, `ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে ততবার সংসদে তা পাস করা হবে`-অর্থমন্ত্রীর এ বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার। আদালতের রায় নিয়ে মন্ত্রীর এ ধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং আইনের শাসনের প্রতি চরম ধৃষ্টতা। রিজভী বলেন, অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য।

লিখিত বক্তব্যে রিজভী আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ‘বিএনপির টপ টু বটম’ নেতাদের পদত্যাগ করা উচিৎ’। ষোড়শ সংশোধনী বাতিলের কারণে ভোগ-দখলের স্বার্থে আঘাত আসায় মন্ত্রী-এমপিরা এখন প্রলাপ বকছেন।

রিজভী অভিযোগ করেন, সরকারের ভ্রান্তনীতির কারণেই হজ ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা চলছে। এতে হজ যাত্রীদের বাড়তি খরচ ও দুভোর্গ পোহাতে হচ্ছে।

এসময় তিনি বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বিভিন্নস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে ও পুলিশি ধরপাকড় চালানো হচ্ছে বলে অভিযোগ করে এর নিন্দা জানান।

এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা যৌথ হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর, অফিসের আসবাব তছনছ এবং ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হক ভূঁইয়াসহ ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
//এআর