ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশি আটক

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ৫ আগস্ট ২০১৭ শনিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার

অবৈধ অভিবাসী ধরতে আবারো অভিযান চালিয়েছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশ। এবার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা কোতারায়া জালান সিলাংয়ের ‘বাংলা মার্কেটে’ অভিযান চালানো হয়েছে। অভিযানে আটক অনেক অবৈধ অভিবাসীর মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

তবে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস। তবে ওই এলাকার এক বাংলাদেশি ব্যবসায়ী বলছেন, ৫০ থেকে ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন পুলিশ, কাস্টম বিভাগ ও কুয়ালালামপুর সিটি করপোরেশন যৌথভাবে শনিবার স্থানীয় সময় বেলা ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা এই অভিযান চালায়।

অভিযান সম্পর্কে কোতারায়া বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল জানান, এখানে আইন মেনে তারা ব্যবসা করছেন কি না তা অভিবাসন পুলিশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। তাদের সতর্ক করা হয়েছে যেন আইন মেনে ব্যবসা করা হয় এবং অবৈধ শ্রমিক নিয়োগ না দেওয়া হয়।

এর আগেও কয়েকদফায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালায় দেশটির অভিবাসন পুলিশ। কয়েক দফা অভিযানে সহস্রাধিক বাংলাদেশি আটকের খবর পাওয়া গেছে।

ডব্লিউএন