বিএনপি জামাতাতের পুঙ্গ অর্থনীতির চ্যালেঞ্চ মোকাবেলা করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ- ড. আবদুস সোবহান গোলাপ
প্রকাশিত : ১০:৩৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১০:৩৬ পিএম, ২৪ মার্চ ২০১৬ বৃহস্পতিবার
বিএনপি জামাতাতের ফেলে যাওয়া পুঙ্গ অর্থনীতির চ্যালেঞ্চ মোকাবেলা করে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আবদুস সোবহান গোলাপ।
বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরীর মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. সোবহান আরো বলেন, সরকার সন্ত্রাস-জঙ্গীবাদকে শক্ত হাতে নির্মূল করছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সোচ্চার রয়েছে। নানা প্রতিকূলতার মাঝেও যুদ্ধাপরাধীদের বিচার করছে, শাস্তি দিচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলেও মন্তব্য করেন।