ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৩ ১৪৩১

উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নতুন অবরোধ

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৬ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০৩:২২ পিএম, ৬ আগস্ট ২০১৭ রবিবার

উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের এই সিদ্ধান্তে উত্তর কোরিয়ার রফতানি বিনিয়োগের ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছেজাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতভাবে অবরোধ আরোপ করল।

এর ফলে দেশটির কয়লা এবং লোহা রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে। টাকার অংকে এই ক্ষতির পরিমাণ বছরে শত কোটি ডলারেরও বেশি ।

দেশটির নগদ অর্থ আয়ের যে উৎস রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চীনে কয়লা এবং অন্যান্য কাঁচামাল রফতানি।

ধারণা করা হয় উত্তর কোরিয়া বছরে সর্বমোট ৩০০ কোটি ডলারের রফতানি করে থাকে। নতুন অবরোধের ফলে তারা একশ’ কোটি ডলারের বাণিজ্য হারাতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ার ক্ষমতা থাকা স্বত্ত্বেও উত্তর কোরিয়ার একমাত্র আন্তর্জাতিক মিত্র, চীন এবার এই প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে। যদিও এর আগে তারা বিভিন্ন সময় উত্তর কোরিয়ার জন্য ক্ষতিকর বিভিন্ন প্রস্তাবে ভেটো দিয়েছিল। চলতি বছরের শুরুর দিকে তারা পিয়ংইয়ংকে চাপ দেয়ার জন্য কয়লা আমদানিও স্থগিত করে।

জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

যদিও এর আগে বিভিন্ন অবরোধ আরোপ করেও উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায়নি। এমনকি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের আগে পিয়ংইয়ং একটি বিবৃতিতে জানিয়েছিল, তারা তাদের পারমানবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করা অব্যাহত রাখবে।

 

//আর//এআর