ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ছয় শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৬ আগস্ট ২০১৭ রবিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাসচাপায় তিন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ছয় শিক্ষার্থী।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতিল বাজারে এ দুর্ঘটনা ঘটে।   
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন-এনায়েতপুর থানার আজুগাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩২) ও গোফরেখি গ্রামের আবদুল আজিজ মাস্টারের ছেলে আবদুল বাতেন (৩০)। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে ইমরান এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেতিল বাজার এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী বাসটি ফেলে পালিয়ে যায়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

//এআর