ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

শিরোপা জিতেই মৌসুম শুরু আর্সেনালের

প্রকাশিত : ১১:৪৩ এএম, ৭ আগস্ট ২০১৭ সোমবার | আপডেট: ০৩:২৯ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার

ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাধারী চেলসিকে টাইব্রেকারে হারিয়ে এফএ কমিনিউনিটি শিল্ডে চ্যাম্পিয়ন হয়েছে গতবারের এফএ কাপ বিজয়ী আর্সেনাল। এর মাধ্যমে শিরোপা জয় দিয়ে নতুন মৌসুম শুরু করলো ক্লাবটি

রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে উড়ে আসা বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি গ্রানিত জাকা, হেডে বল ডি-বক্সে ফেরত পাঠান গ্যারি ক্যাহিল। দ্রুত ছুটে এসে বল ধরে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিক্টর মোজেস।

খেলার ৮০তম মিনিটে মিশরের মোহামেদ এলেনিকে বাজেভাবে ফাউল করায় পেদ্রোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকেই সমতাসূচক গোল পায় আর্সেনাল। সুইস মিডফিল্ডার জাকার ফ্রি-কিকে বল ছয় গজ বক্সে পেয়ে কোনাকুনি হেডে জালে জড়ান বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচ।

টাইব্রেকারে চেলসির একমাত্র গোলটি করেন গ্যারি ক্যাহিল। নিজেদের দুই নম্বর শট নিজেই নিতে গিয়ে মিস করেন গোলরক্ষক থিবো করতোয়া। লক্ষ্যভ্রষ্ট শট নেন গত মাসে রিয়াল মাদ্রিদ থেকে আসা ফরোয়ার্ড আলভারো মোরাতাও।

আর্সেনালের হয়ে গোল করেন থিও ওয়ালকট, নাচো মনরিল, অ্যালেক্স-অক্সলেইড চেম্বারলেইন ও অলিভিয়ে জিরুদ।

শুক্রবার প্রিমিয়ার লিগ ২০১৭-১৮ আসরের উদ্বোধনী দিনে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। আর পরদিন বার্নলির বিপক্ষে ম্যাচ খেলবে করবে চেলসি।

 

//আর/এআর