ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ৮ পদে জয়ী আওয়ামী লীগ সমর্থিত প্যানেল

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৫৫ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি সহ আটটি পদে জয়ী হয়েছে। আর বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে সম্পাদক সহ ছয়টি পদে। সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসুফ হোসেন হুমায়ুন। সম্পাদক পদে জয় পেয়েছেন মাহবুব উদ্দিন খোকন। ফলাফল ঘোষণার পর আইনজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক। দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। সংগঠনের ১৪টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল পেয়েছে সভাপতি সহ ৮টি পদ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি নির্বাচিত হয়েছেন ২ হাজার ৪৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন পেয়েছেন ১ হাজার ৭শ’ ৭৯ ভোট। রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি। এছাড়া, ১ জন সহ সভাপতি, ১ জন ট্রেজারার, দুইজন সহকারী সাধারণ সম্পাদক এবং ৩ জন সদস্য পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। এদিকে, বিএনপি সমর্থিত নীল প্যানেল জয় পেয়েছে ৬টি পদে। সম্পাদক হয়েছেন মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আজহার উল্লাহ ভুইয়া পেয়েছেন ১ হাজার ৭শ’ ৪৯ ভোট। ফলাফল ঘোষণার পর যেকোন প্রয়োজনে আইনজীবীদের পাশে থাকার কথা জানান নবনির্বাচিত সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। এছাড়া, ১জন সহ সভাপতি ও ৩ জন সদস্য নির্বাচিত হয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে। ৫ হাজার ২৭ ভোটারের মধ্যে ৩ হাজার ৯শ’ ২১ জন আইনবজীবী ভোট দিয়ে আগামী এক বছরের জন্য নেতা নির্বাচিত করেছেন।