মেসি জাদুতে ট্রফি বার্সার
প্রকাশিত : ১১:৩৬ এএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:০২ পিএম, ৯ আগস্ট ২০১৭ বুধবার
মেসির দুর্দান্ত জাদুতেই ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্সকে ৫-০ গোলে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতে নিয়েছে বার্সা। তিনি নিজে গোল করেছেন একটি আরও দুইটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে।
সোমবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বার্সা। এরই ধারাবাহিকতায় ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েও নষ্ট করেন মেসি। পরের মিনিটে আরেকটি সহজ সুযোগ হাত ছাড়া করেন সুয়ারেজ।
তবে ষষ্ঠ মিনিটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল দেউলোফেউয়ের দিকে বাড়ান রাকিটিচ। আর তা থেকে বল জালে জড়ান চলতি মৌসুমেই বার্সাতে ফেরা এ তারকা। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও বুসকেটস।
ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। ম্যাচের ৪৩ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ইনিয়েস্তাও। তবে গোলরক্ষকে একা পেয়ে বল জালে জড়াতে ব্যর্থ হন স্প্যানিশ এই তারকা।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে মেসির বাড়ানো বলে গোল করেন সুয়ারেজ। আর ম্যাচের ৭৪ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন ডেনিস সুয়ারেজ। মেসির পাস থেকে পাওয়া বল কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।
উল্লেখ্য, বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। গত নভেম্বরে কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে খেলতে যাওয়ার সময় বিধ্বস্ত হয় শাপেকোয়েন্সের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি। ওই দুর্ঘটনায় মারা যায় ৭১ জন যাত্রী। এদের মধ্যে ছিলেন ক্লাবটির ১৯ জন খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফ। মাত্র তিন জন খেলোয়াড় প্রাণে বেঁচে যান। প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাজিলের ক্লাবটিকে আমন্ত্রন জানায় বার্সেলোনা।
আর//এআর