টেকনাফে পাহাড়ি আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার
প্রকাশিত : ১১:৪৫ এএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার
কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি আস্তানা থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে।
র্যাবের ভাষ্য, রোহিঙ্গা ডাকাত আবদুল হাকিমের পাহাড়ি আস্তানায় সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, এ অভিযান চালানোর সময় মোহাম্মদ ফরিদ ও শামসুল আলম নামের মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়। র্যাবের দাবি, আবদুল হাকিম নামের এক রোহিঙ্গা নাগরিক এই ‘আস্তান‘ চালায়। তারা আবদুল হাকিমের সহযোগী। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আস্তানা থেকে ১৫টি ওয়ান শুটার গান, দুটি দেশি পিস্তল ও ৪৩৭টি গুলি উদ্ধার করা হয়। এর আগে র্যাব টেকনাফ থেকে আবদুল হাকিমের শ্যালককে অস্ত্রসহ আটক করে।
সূত্রে জানা যায়, হাকিম বাহিনী টেকনাফের পাহাড়ে অবস্থান নিয়ে হত্যা, অপহরণ, ডাকাতি, ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছে। হাকিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, গুমসহ বিভ্ন্নি অভিযোগে মামলা আছে।
//আর//এআর