ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

ব্রাসেলসে ৬ সন্দেহভাজনকে আটক, ইউরোপে আরো হামলার আশঙ্কা

প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার

ব্রাসেলসের পর ইউরোপে আরো হামলার আশঙ্কা করছে ইউরোপোল। তবে, হামলা মোকাবেলায় সতর্ক থাকার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে, ব্রাসেলসে অভিযান চালিয়ে ৬ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ফ্রান্সের প্যারিস থেকেও একজনকে আটক করা হয়েছে। জঙ্গিদের নৃশংসতার চিহ্ন এই তরুণীর শরীরে। ব্রাসেলস হামলার দু:সহ স্মৃতি তাড়া করছে তাকে। তার মতোই অবস্থা তিন শতাধিক আহতের। এদিকে, ইউরোপে এ’ ধরণের আরো হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ইউরোপোল। সংস্থার হিসেবে, ইউরোপের কমপক্ষে ৫ হাজার নাগরিক আইএসে যোগ দিয়েছে। ভবিষ্যত মিশনের জন্য তারা সিরিয়া ও ইরাকে প্রশিক্ষণ নিচ্ছে। ব্রাসেলসে জঙ্গি হামলার পর পুলিশের কঠোর অভিযান চলছে বেলজিয়ামে। বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন ৬ জনকে আটক করে পুলিশ। প্যারিসেও আটক করা হয়েছে একজনকে। আত্মঘাতি হামলাকারীর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলায় অন্তত ৪ জঙ্গি জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ৩ জন আত্মঘাতি হামলা চালায়।