অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:২৯ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার
খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় অভিযোগে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে আইনজীবী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বাদী জিল্লুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
গত ২ আগস্ট চ্যানেল আইয়ের `তৃতীয় মাত্রা` অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য অপু বলেন, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমাদের আরো বেশি ভাবিয়ে তুলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিনসহ জামায়াতের অনেক নেতা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকেই ছিলেন। বৈঠকের মূল বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে হোক হত্যা করতে হবে।
অপু উকিলের এই বক্তব্য পরের দিন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয় যার শিরোনাম ছিল ‘লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’। এ ঘটনায় খালেদা জিয়ার মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মানহানির মামলা করেন বাদী।
আর/ডব্লিউএন