ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ঢাবিতে বাড়ছে ২৫৩ আসন

প্রকাশিত : ০২:১৩ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৪:২৬ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে চলতি শিক্ষাবর্ষে ২৫৩টি আসন বাড়ছে।

সোমবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল ৬৮০০। এ বছর আসন বেড়ে ৭০৫৩টিতে দাঁড়িয়েছে।

এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীন `ক` ইউনিটে ১৭৬৫, কলা অনুষদের অধীন `খ` ইউনিটে ২৩৬৩, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন `গ` ইউনিটে ১২৫০, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন `ঘ` ইউনিটে ১৫৪০টি এবং চারুকলা অনুষদের অধীন `চ` ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

ভর্তির আবেদন করা যাবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ সময় ৩০ আগস্ট। বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd/) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি আগের মতোই ৩৫০ টাকা।

//আর//এআর