ভারতে পাচারকালে বেনাপোলে সোনার বারসহ আটক ১
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৮ পিএম, ৯ আগস্ট ২০১৭ বুধবার
ভারতে পাচারের সময় যশোর বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৩৫টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে পুটখালি সীমান্ত থেকে সোনার বারসহ জেলার শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল মোমিনকে (৩৫) আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ মোমিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৪ কেজি ওজনের ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়।
আটক সোনার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনার বার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
আর/ডব্লিউএন