ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:৫৮ পিএম, ১০ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার

(বাঁ থেকে) আবদুস সামাদ, ফুল মিয়া মণ্ডল ও বাদশা হোসেন। ছবি : সংগৃহীত

(বাঁ থেকে) আবদুস সামাদ, ফুল মিয়া মণ্ডল ও বাদশা হোসেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবি ও সোমবার তারা মারা যান।
মক্কার হজ অফিসের হজ কনসাল মাকসুদুর রহমান গণমাধ্যমকে জানান, তিন বাংলাদেশি হলেন- বগুড়ার গাবতলী উপজেলার মো. আবদুস সামাদ (৬১), পাসপোর্ট নম্বর- বিএন ০৯৮৯০২১; গাইবান্ধা সদর উপজেলার ফুল মিয়া মণ্ডল (৬৩), পাসপোর্ট নম্বর- বিএন ০৪৯১৬৫৭ এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাদশা হোসেন (৭৫), পাসপোর্ট নম্বর- বিএন ০৮৬৫৯০৯।
তাদের মধ্যে দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং একজন ভাইরাস জ্বরে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া সাত ব্যক্তি মারা গেলেন।

//এআর