ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সিরাজগঞ্জের ১৩ বীরঙ্গনার মুক্তিযোদ্ধার স্বীকৃতি ৪৫ বছর পর মিললেও এখনো পান না সরকারী সুযোগ-সুবিধা

প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৪২ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার

স্বাধীনতার ৪৫ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি মিললেও, সিরাজগঞ্জের ১৩ বীরঙ্গনা এখনো পান না সরকারী সুযোগ-সুবিধা। স্বামী-সন্তান-সম্ভ্রম, সব হারিয়ে নিঃস্ব তাঁরা। তাঁদের দাবি, জীবন সায়াহ্নে একটু ভালো থাকা। এ জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তাঁরা। যাদের নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মত্যাগের মধ্যদিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ, তাদেরই একজন, সিরাজগঞ্জের বীরাঙ্গনা রাজু বালা। মাস খানেক আগে মুক্তিযোদ্ধার মর্যাদা পেলেও, তার ভাগ্যে জোটেনি কোন সুযোগ-সুবিধাই। তাই স্বাধীনতার পয়তাল্লিশ বছর পেরুলেও, মুক্তি মেলেনি রাজু বালার কঠিন বাস্তব জীবনের। সিরাজগঞ্জের ১৮ বীরঙ্গনার মধ্যে ১৩ জনের অবস্থাই রাজু বালার মতো। দেশের জন্য সব হারিয়ে জীবনের শেষ বেলায় দিন কাটছে অনাদরে, খেয়ে-না খেয়ে। যাঁরা এখনো স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধার, তাঁরা সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দাবি পূরণের আশ্বাস দিয়ে, বীরঙ্গনা মুক্তিযোদ্ধাদের দ্রুত সরকারী সহযোগিতার আওতায় আনার কথা জানান, জেলা প্রশাসক। মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সবাই মনে করেন, এসব বীরাঙ্গনার মতো দেশ মাতৃকার জন্য একদিন যারা সর্বস্ব খুইয়েছিলেন, আজ স্বাধীন দেশে তাদের পাশে দাঁড়াতেই হবে।