কর্মী আয়ে শীর্ষে ফেসবুক
প্রকাশিত : ০৭:০৭ পিএম, ৮ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৮:০৬ পিএম, ৯ আগস্ট ২০১৭ বুধবার
মাইক্রোসফট ও গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে ছাড়িয়ে জনপ্রতি কর্মী আয়ে শীর্ষস্থান দখল করেছে ফেসবুক। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ফেসবুক জনপ্রতি কর্মীর আয়ে অন্য প্রতিষ্ঠানগুলোকে ছাড়িয়ে গেছে।
টেক নিউজ সাইট রিকোডের তথ্যমতে, তবে একই সময়ে অন্য সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের ব্যাপক লোকসান হয়েছে। গত প্রান্তিকে ফেসবুকে কর্মীর সংখ্যা ছিল ২০ হাজার ৬৫৮ জন। এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির জনপ্রতি কর্মী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৪৩ শতাংশ বেড়ে ১ লাখ ৮৮ হাজার ৪৯৮ ডলারে পৌঁছেছে।
এর আগে ফেসবুকের জনপ্রতি কর্মী আয় চারবার কম ছিল। এ প্রান্তিকে মাইক্রোসফটের ৫২ হাজার ৪০০ ডলার এবং অ্যালফাবেটের ৪৬ হাজার ৬১০ ডলার জনপ্রতি কর্মী আয় অর্জিত হয়েছে। একই সময়ে ভেরিজনের ২৭ হাজার ৪০৫ ডলার, এটিঅ্যান্ডটির ১৫ হাজার ৪১০ এবং ফোর্ডের ১০ হাজার ৯৮ ডলার জনপ্রতি কর্মী আয় এসেছে। তবে এ প্রান্তিকে টুইটার ১১ কোটি ৬০ লাখ ডলার নিট লোকসানের মুখে পড়েছে এবং জনপ্রতি কর্মী লোকসানের পরিমাণ প্রায় ৩৬ হাজার ডলার।
রিকোডের প্রতিবেদন মতে, জনপ্রতি কর্মী আয়ে ফেসবুকের সফলতার কারণ হচ্ছে এ প্রতিষ্ঠানটি উত্পাদন ও বণ্টনের প্রক্রিয়ায় তারা যে সফটওয়্যার ব্যবহার করে, সেখানে মানুষের ব্যবহার নেই।
ডব্লিউএন