সিরিয়ার জন্য সংবিধানের খসড়া তৈরিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৪:০৫ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার
আগস্টের মধ্যে সিরিয়ার জন্য নতুন একটি সংবিধানের খসড়া তৈরির ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের সঙ্গে চার ঘণ্টার বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ তথ্য জানান। সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনার আলোচনা জোরালো করার জন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের চাপ দেয়ার ব্যাপারেও একমত হন তারা। এদিকে জেনেভায় সিরিয়ার দু’পক্ষের মধ্যকার আলোচনার বেশ কিছু ইস্যুতে মতৈক্য হয়েছে বলে জানান জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফেন দে মিস্তুরা। আগামী মাসে আবারও আলোচনা হবে বলে জানান তিনি।