সাকিবের জ্যামাইকা হারাল ত্রিনবাগোকে
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১০ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:১৬ এএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার
সাকিব আল হাসান ব্যাটে-বলে তেমন জ্বলে উঠতে না পারলেও জয় পেয়েছে তার দল জ্যামাইকা তালাওয়াহস। এ জয়ের মাধ্যমে ত্রিনবাগো নাইট রাইডার্স প্রথম হারের স্বাদ নিল।
পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয়ে যায় ত্রিনবাগো।
মাত্র এক ওভার বল করার সুযোগ মেলে সাকিবের। একটি ছয় ও একটি চার দিয়ে বাঁহাতি এই স্পিনার থাকেন উইকেট শূন্য।
দলের পক্ষে কলিন মানরো ২৫ বলে ৪১ রান করে এবং ড্যারেন ব্রাভো ৩৩ রান করেন ২৫ বল খেলে। চার বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা
জ্যামাইকার কেসরিক উইলিয়ামস ও ওডেন স্মিথ নেন ৩টি করে উইকেট।
কেভন কুপারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ২২ বলে ১৬ রান করেন সাকিব। বিপজ্জনক দুই স্পিনার সুনিল নারাইন ও শাদাব খানের বলে কোনো ঝুঁকি নেননি। সেই সময়ে উইকেট না হারানোর সুবিধা পরে পেয়েছে জ্যামাইকা।
মাত্র ১৮ বলে ৩৮ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। অধিনায়ক কুমার সাঙ্গাকারা ফিরেন ৪৭ রান করে।
ত্রিনবাগোর কুপার ও নারাইন নেন দুটি করে উইকেট।
এদিকে এই ম্যাচেও মাঠে নামা হয়নি অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। দেশে ফেরার আগে এখনও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলার সুযোগ আছে মিরাজের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে ১৫ আগস্ট দেশে ফিরতে হবে তাকে। তার আগে শনিবারে একই মাঠে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে খেলবে ত্রিনবাগো।
আর/ডব্লিউএন