বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ১০:২৩ পিএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে টার্মিনালে ধোঁয়া ছড়িয়ে পড়ায় যাত্রী ও তাদের স্বজনদের বাইরে অপেক্ষায় রাখা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় পৌনে ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (জনসংযোগ) তারিক আহমেদ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে। তবে টার্মিনালে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এ জন্য যাত্রী ও তাদের স্বজনদের বাইরে নিয়ে আসা হয়েছে।
আগুনের সূত্রপাতের বিষয়ে আবুধাবিগামী ফেরদৌস নামে এক যাত্রী সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনিও আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলে জানান।
এপিবিএনের গোয়েন্দা শাখার একটি সূত্রও জানায়, এয়ার ইন্ডিয়ার কার্যালয় থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এরপর বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থাও। বিমানবন্দরের সম্মুখের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোড়েও বাড়ানো হয় নিরাপত্তা।
আরকে/ডব্লিউএন