বর্ষায় ৫ টি উপকারী ফল
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১১ আগস্ট ২০১৭ শুক্রবার | আপডেট: ০৫:১৯ পিএম, ১৮ আগস্ট ২০১৭ শুক্রবার
আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষা কাল। বর্ষার দিনে ঝিরিঝিরি বৃষ্টি, কখনো রোদ বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া লেগেই থাকে। কিছুই যেন ভালো লাগে না। আর সাথে সাথে একের পর এক রোগবালাই তো থাকেই। তবে এ বর্ষায় অত্যন্ত পুষ্টিকর এই দেশীয় ফলগুলো সে রোগ থেকে অনেকটাই রক্ষা করে। তাই সুস্থ্য-সবল থাকতে জেনে নেই বর্ষাকালের উপকারী ৫টি ফল ও সেগুলোর গুণাগুণ-
পেয়ারা:
১. রোগপ্রতিরোধ ব্যবস্থা উন্নত করে।
২. ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৩. দাঁত ও মাড়ি মজবুত রাখে।
৪. ডায়রিয়া রোগ নিরাময়ে সাহায্য করে।
৫. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
৬. দৃষ্টিশক্তি উন্নত করে।
৭. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
৮. ত্বক উজ্জ্বল করে।
কামরাঙ্গা:
১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২. হৃৎপিণ্ড সুস্থ ও স্বাভাবিক রাখে এবং বিভিন্ন হৃদরোগ থেকে রক্ষা করে।
৩. বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
৪. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৫. ওজন কমিয়ে আনতে সাহায্য করে।
** তবে কামরাঙ্গা বেশি খাওয়া ভালো নয়। এত করে শরীরের ক্ষতি হয়ে থাকে।
আমড়া:
১. বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে সাহায্য করে।
২. শরীর চাঙ্গা রাখে।
৩. শরীরের ভিটামিন ও মিনারেলের অভাব পূরণ করে।
৪. হাড় ও দাঁত শক্ত ও মজবুত রাখে।
৫. কোষ্ঠকাঠিন্য দূর করে।
৬. রক্তশূন্যতা দূর করে।
আমলকি:
১. সর্দিকাশি ও গলা ব্যথা দূর করে।
২. দৃষ্টিশক্তি উন্নত করে।
৩. হজম ও বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪. ওজন কমাতে সাহায্য করে।
৫. আর্থ্রাইটিসের ব্যথা ও জ্বালাপোড়া কমিয়ে আনতে সাহায্য করে।
৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
৭. রক্ত পরিশোধিত করে।
৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৯. অনিদ্রা দূর করে।
১০. বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করে।
জাম্বুরা:
১. জাম্বুরা এসিডিটি বা গ্যাস প্রতিহত করে বলে পাকস্থলী সুস্থ থাকে।
২. জাম্বুরায় ভিটামিন ‘সি’ আছে বলে রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়।
৩. ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। একই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে।
৫. জাম্বুরা ওজন কমাতে সাহায্য করে।
৬. রক্ত পরিষ্কারের ক্ষমতা থাকায় দেহে কোনো ধরনের বিষাক্ত উপাদান প্রবেশ করলে ধ্বংস করতে পারে।
৭. প্রতিদিন এক গ্লাস করে জাম্বুরার শরবত খেলে ক্যান্সার প্রতিরোধে কাজ করে।
আরকে/ডব্লিউএন