ইংলিশ ফুটবলার স্কট সিনক্লেয়ারের জন্মদিন আজ
প্রকাশিত : ০৬:১২ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৬:২০ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার
স্কট সিনক্লেয়ার। ইংলিশ ফুটবলার। লেফট এবং রাইট দুই উইংয়েই খেলেন তিনি। সিনক্লেয়ারের জন্ম ১৯৮৯ সালের ২৫শে মার্চ। দর্শক আজ স্কট সিনকেলয়ারের জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিযারের উল্লেখযোগ্য কিছু দিক।
পুরো নাম স্কট অ্যান্ড্রু সিনক্লেয়ার। তার সবচেয়ে বড় পরিচয় হলো জাতীয় দলে যোগ দেয়ার আগেই বিশ্বের বেশ কয়েকটি বড় বড় ফুটবল ক্লাবে খেলেছেন তিনি।
স্কুল জীবনেই ফুটবলে হাতেখড়ি সিনক্লেয়ারের। ফুটবলের প্রতি টান থেকেই অল্প সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলেছেন এই ২৭ বছর বয়সী তারকা। ১৫ বছর বয়সে জীবনের প্রথম ক্লাব ব্রিস্টল রোভারসে যোগ দেন তিনি।
এরপর আর পেছন ফিরতে হয় নি তাঁকে। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেছেন চেলসিতে। তবে এ সময়টাতে বিভিন্ন মৌসুমের জন্য সিনক্লেয়ারকে ধার নেয় পুরোনো ক্লাব ব্রিস্টল রোভারস, ক্রিস্টাল প্যালেস, বার্মিংহ্যাম, উইগানসহ ৭টি ক্লাব।
২০১০ থেকে ২০১২ পর্যন্ত সোয়ানসি সিটিতে থেকে ২৮টি গোল করেন সিনক্লেয়ার। পরে ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্ট ব্রমউইচ হয়ে বর্তমানে খেলছেন অ্যাস্টন ভিলায়। জ্যামাইকান কোচ তাঁকে বহু বার জ্যামাইকা জাতীয় দলে যোগ দেয়ার কথা বললেও রাজি হন নি স্কট সিনক্লেয়ার।