ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

‘অভিষেকে’ আলো ছড়ালেন নেইমার

প্রকাশিত : ১১:১২ এএম, ১৪ আগস্ট ২০১৭ সোমবার | আপডেট: ১১:১৯ এএম, ১৪ আগস্ট ২০১৭ সোমবার

পিএসজির হয়ে অভিষেক ম্যাচে নেইমার বল পায়ে দারুণ সব কারুকাজে মুগ্ধ করলেন ভক্ত-সমর্থকদের সেই সঙ্গে নিজে একটি গোল করলেন করালেন নেইমারের সঙ্গে এদিনসন কাভানির নৈপুণ্যে লিগ শিরোপা পুনরুদ্ধারে পিএসজি পেল টানা দ্বিতীয় জয় রোববার রাতে ফ্রান্সের লিগ ওয়ানে গ্যাঁগোঁর মাঠে - গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি

এদিন ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এদিনসন কাভানি। শেষ দিকে জয় নিশ্চিত করে ব্যবধান আরও বাড়িয়ে দেন বার্সেলোনা থেকে আসা নেইমার। পুরো ম্যাচেই গোলের বেশ কিছু সুযোগ তৈরি করার পাশাপাশি দেখিয়েছেন পায়ের কাজ।

ম্যাচের ৩৫তম মিনিটে ডান দিক থেকে নেইমারের দারুণ এক ক্রসে মার্কিনিয়োসের হেড ক্রসবারে লাগায় এগিয়ে যাওয়া হয়নি পিএসজির। পরের মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে এদিনসন কাভানির বিদ্যুৎ গতির ফ্রি-কিক ঠেকান গোলরক্ষক।

শুরু থেকে একচেটিয়া আক্রমণ করে যাওয়া পিএসজির গোলের অপেক্ষা শেষ হয় দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে। প্রতিপক্ষের হাস্যকর ভুলে; ডি-বক্সের মধ্যে থেকে ব্যাকপাস দিয়েছিলেন ইকোকা, ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক।

৬২তম মিনিটে নেইমারের লম্বা রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গত মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা কাভানি।

৬৭তম মিনিটে কাভানির কাটব্যাক ফাঁকা পেলেও নেইমার ঠিকমতো শট নিতে পারেননি। ৮১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোনাকুনি জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

তবে পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যান বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। কাভানির ফিরতি পাস পেয়ে কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ২২ কোটি ২০ লাখ ইউরো মূল্যের এই খেলোয়াড়। আর তাতে জয়টাও নিশ্চিত হয়ে যায় গত পাঁচ মৌসুমে চারবার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

 

//আর//এআর