আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, শেষ ম্যাচে শান্তনার জয় চায় মাশরাফি বাহিনী
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২৯ পিএম, ২৫ মার্চ ২০১৬ শুক্রবার
টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। এর আগে সুপার টেনে একটি ম্যাচে জয় না পেলেও শেষ ম্যাচে শান্তনার জয় চায় মাশরাফি বাহিনী। আর আগের সব ম্যাচের মত শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য নিউজিল্যান্ডের।
আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১ রানে নাটকিয় হারের দু:সহ স্মৃতি নিয়ে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ গ্রুপের শক্তিশালী দল নিউজিল্যান্ড। শুক্রবার দল অনুশীলন করেনি। মাঝে শুধু জুমার নামাজ পড়তে কোলকাতার মোহামেডান ক্লাবে এসেছিলেন কয়েকজন খেলোয়াড়। এদিকে, বাংলাদেশের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে আলোচনায় ছিল ভারতের বিপক্ষে আগের ম্যাচটি। আগের ভুল ত্রুটি শুধরে শেষ ম্যাচে বাংলাদেশ শান্তনার জয় চায় বলে জানিয়েছেন দলপতি মাশরাফি।
অন্যদিকে, আগের তিনটি ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য কিউইদের। তাইতো শেষ ম্যাচকে ঘিরে ইডেনের মাঠে কঠোর অনুশীলন করেছে উইলিয়ামসন বাহিনী। বাংলাদেশকে হালকাভাবে না নিয়ে শেষ ম্যাচটা উজাড় করে দিতে চায় তারা। পাশাপাশি সেমিফাইনালের প্রস্ততিটাও সারতে চায় দল-এমনটা জানালেন তরুন তারকা আইএস সোধি।
(আমরা অন্য প্রতিপক্ষের মতই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবো। নিজেদের ভাল পারফরমেন্স দিয়ে আমরা শেষ ম্যাচেও জয় পেতে চাই। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ তাই তাদের হালকাভাবে নিচ্ছিনা আমরা। )
এর আগে টি-টুয়েন্টিতে তিনবারের মুখোমুখিতে তিনবারই জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড।