সিয়েরা লিওনে বন্যা-পাহাড় ধসে নিহত ৩১২
প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৩:২৮ পিএম, ১৭ আগস্ট ২০১৭ বৃহস্পতিবার
সিয়েরা লিওনে বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর। ছবি : আলজাজিরা।
আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে অন্তত ৩১২ জনের মৃত্যু হয়েছে। রেডক্রেসের বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ফ্রিটাউনের রিজেন্ট এলাকায় স্থানীয় সময় সোমবার সকালে পাহাড়ধসে বেশ কিছু ঘরবাড়ি সম্পূর্ণ চাপা পড়েছে। পাহাড়ধসে মাটির নিচে চাপা পড়া ঘরবাড়িতে এখনো অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিয়েরা লিওনের ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোর বকারি ফোহ বলেন, পাহাড় ধসের পর মাটির স্তুপের নিচে চাপা পড়ে শতাধিক মানুষের মৃত্যু আশঙ্কা রয়েছে।
প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের সময় চাপা পড়া বাড়িঘরের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। এ কারণে প্রাণহানির ঘটনাও বেশি হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রেড ক্রস নিহতের সংখ্যা ৩১২ জানালেও হতাহতের প্রকৃত সংখ্যা এখনই বলা সম্ভব নয় বলে জানান উদ্ধারকর্মীরা।
জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু সদস্য দেশটিতে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক দুর্যোগের পর তাদের পরিস্থিতিও জানার জন্য উদ্বীগ্ন হয়ে পড়েছেন স্বজনরা। তবে এখন পর্যন্ত সেখানে বাংলাদেশ মিশনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
//এআর