ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪,   আষাঢ় ১৯ ১৪৩১

আরও ২ বাংলাদেশি হজ্জযাত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৫ আগস্ট ২০১৭ মঙ্গলবার

হজ্জ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত দুই হজ্জযাত্রীর একজনের নাম শফিকুল ইসলাম ও অপরজনের নাম  আবদুস সোবহান। এ নিয়ে হজ পালন করতে গিয়ে মৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ১৪ জনে।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার বিকেলে মক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মো. শফিকুল ইসলাম নামের এক বাংলাদেশির। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা। এর আগে শনিবার মক্কায় আবদুস সোবহান নামের  আরেক ব্যক্তির মৃত্যু হয়।  তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।

মক্কায় বাংলাদেশ হজ অফিসের কনসাল মাকসুদুর রহমান দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলামের পাসপোর্ট নম্বর- বিএম ০৩৮৯০০৪ ও পিআইডি নম্বর- ০৯৫১০৫৮।  আবদুস সোবহানের পাসপোর্ট নম্বর- বিএম ০৬০৩৪৯৬ ও পিআইডি নম্বর-১৪৩৫১৩৯।

এ পর্যন্ত সৌদি আরবে হজ করতে গিয়ে মৃত ১৪ জনের মধ্যে মক্কায় ১৩ জন ও মদিনায় একজন মারা যান। মক্কা বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত ৬৪ হাজার ১৫৮ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন।

আরকে/ডব্লিউএন