২৫ শে মার্চ কালরাতের শহীদদের স্মরণে আলোর মিছিল
প্রকাশিত : ০৯:২১ এএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ২৬ মার্চ ২০১৬ শনিবার
অন্ধকারের বিরুদ্ধে আলোর অভিযাত্রা। ২৫ শে মার্চ কালরাতে শহীদদের স্মরণে বের হয় আলোর মিছিল। শহীদ মিনার থেকে জগন্নাথ হল, মিছিলে যোগ দেয় রাজধানীবাসী। একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি ও সেক্টরস কমান্ডার্স ফোরামের এই আয়োজন থেকে ২৫ শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান হয়।
৪৫ টি মশাল জ্বেলে গণহত্যার প্রতিবাদে বের করা হয় আলোর মিছিল। মশাল প্রজ্বলনের উদ্বোধন ও আলোর মিছিলে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে গিয়ে শেষ হয়। যেখানে ২৫ শে মার্চ চালানো হয়েছিল স্মরনকালের ইতিহাসে নারকীয় গণহত্যা।
এর আগে আলোচনায় স্বাধীনতা বিরোধীদের হুশিয়ার করে বক্তারা বলেন, এখনও যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের স্থান বাংলাদেশে হবেনা।
অপর দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সেক্টরস কমান্ডার্স ফোরামের কালরাত্রির অনুষ্ঠানে, সাংস্কৃতিক ব্যাঞ্জনায় সাত ধাপে ফুটিয়ে তোলা হয় মুক্তিসংগ্রামের ইতিহাস।
আলোচনায় ২৫ শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান বক্তারা। পরে নতুন প্রজন্মের হাতে মশাল ও জাতীয় পতাকা তুলে দেন মুক্তিযোদ্ধারা।