মুক্তামণির ড্রেসিং সম্পন্ন, ভালো আছে
প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৬ আগস্ট ২০১৭ বুধবার | আপডেট: ০৫:২০ পিএম, ১৮ আগস্ট ২০১৭ শুক্রবার
রক্তনালির টিউমারে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামণির অস্ত্রোপচারের পর বুধবার সকালে ক্ষতস্থানের ভেতরটা দেখতে ড্রেসিং পরিবর্তন করেন চিকিৎসকেরা। এ জন্য তাকে অজ্ঞান করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে মুক্তামণি। তার জ্ঞান ফিরেছে, সার্বিক অবস্থা এখন ভালো।
এর আগে গত শনিবার অস্ত্রোপচার করে তার হাতের তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেক বড় হয়ে যায়। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
//আর//